শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

সলিমাবাদ ইউনিয়ন পরিচিতি

সলিমাবাদ ইউনিয়ন পরিচিতি

সলিমাবাদ নাগরপুর উপজেলার একটি ইউনিয়ন। এটি ৬ টি গ্রাম নিয়ে গঠিত। এগুলো হলঃ সলিমাবাদ, তেবাড়িয়া, ঘুনিপাড়া, তরফরাম ঘুনিপাড়া, খাস ঘুনিপাড়া ও মাইঝাইল। এ ইউনিয়নের স্কুল-কলেজ এর মধ্যে সলিমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সলিমাবাদ তেবাড়িয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, সলিমাবাদ উত্তরপাড়া গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়, সলিমাবাদ পূর্বপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, সলিমাবাদ হাফিজিয়া মাদ্রাসা, জনতা কলেজ, তেবাড়িয়া কামিল মাদ্রাসা, ঘুনিপাড়া আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়, ঘুনিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,পাইকশা মাইঝাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাস ঘুনিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তরফরাম ঘুনিপাড়া স্বল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া পোস্ট অফিস, ব্যাংক-বীমা, ভুমি অফিস, হাসপাতাল,মসজিদ, মাদরাসা-মক্তব সহ অনেক প্রতিস্ঠান রয়েছে। এখানকার লোকজন প্রধানত কৃষিজীবী হলেও ব্যাবসা- বাণিজ্যে বেশ সুনাম অর্জন করছে। খেলাধুলার ক্ষেত্রে ক্রিকেট, ফুটবল,কাবাডি, দাবা, ক্যারাম সহ ছোটোদের এক্কাদোক্কা, কানামাছি, ডাংগুলী, লুডু খেলার প্রচলন রয়েছে এখানে। এছাড়া সলিমাবাদ বৈশাখী মেলা বেশ উল্লেখযোগ্য। এ মেলায় প্রচুর লোকজনের সমাগম ঘটে থাকে এবং প্রখ্যাত শিল্পীদের দ্বারা সঙ্গীত পরিবেশন করা হয়। সলিমাবাদের বিভিন্ন সংগঠন ও ক্লাব এর মধ্যে অল্প থেকে অনেক, সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোর্ডিং ক্লাব, ঢাকাস্থ নাগরপুর যুব কল্যাণ সমিতি, ফেরদৌস স্মৃতি স্পোর্ডিং ক্লাব, তেবাড়িয়া ইসলাম জ্যোতি স্পোর্ডিং ক্লাব, ঘুনিপাড়া ইসলাম জ্যোতি স্পোর্ডিং ক্লাব, মিন্টু শিল্পীগোষ্ঠী উল্লেখযোগ্য।

নির্বাচিত প্রতিনিধিগণ

চেয়ারম্যানঃ মোঃ আজাহারুল ইসলাম (মন্টু)।

সদস্যগণঃ
১. মোঃ দেলয়ার রহমান খান।
২. মোঃ শফিকুর রহমান খান।
৩. আবুল কালাম।
৪. মোঃ মনির হোসেন ভুঁইয়া।
৫. মোঃ আবু বকর সিকদার।
৬. মোঃ আরশেদ আলী মিয়া।
৭. আব্দুর রউফ মিয়া।
৮. মোঃ মোজহারুল ইসলাম।
৯. মোঃ ইসমাইলইক শিকদার।

সংরক্ষিত আসনের সদস্যগণঃ
১. মোছাঃ রোজী বেগম। (১,২ ও ৩ নং ওয়ার্ড)
২. আবিদা সুলতানা। (৪,৫ ও ৬ নং ওয়ার্ড)
৩. মোছাঃ হাসনা হেনা। (৭,৮ ও ৯ নং ওয়ার্ড)

http://nagarpurforum.net23.net/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন