টিনা রাস্তা দিয়ে
হাটসে ৷
পাখির দোকানের পাশ
দিয়ে যাবার সময়
একটা খাঁচার
তোতাপাখি তাকে দেখে বললো,
‘অ্যাঁই আপু, আপনি দেখতে খুবই কুৎসিত!’
টিনা চটে গেলেও
কিছু বললো না,
পাখির কথায় কি আসে
যায়?
তার পরদিন সেই
দোকানের পাশ দিয়ে যাবার সময়ও
বলে উঠলো, ‘অ্যাঁই আপু, আপনি
দেখতে খুবই কুৎসিত!’
এবার টিনা মহা চটে
দোকানের ম্যানেজারকে হুমকি দিলো,
মাস্তান লেলিয়ে
দোকানের বারটা বাজিয়ে ছাড়বে ৷
ম্যানেজার মাফ চেয়ে বললো, সে এর বিরুদ্ধে
ব্যাবস্থা নিচ্ছে,
পাখিটা আর এমন করবে
না ৷ তার পরদিন সেই
দোকানের পাশ দিয়ে
যাবার সময়ওবলে উঠলো, ‘অ্যাঁই আপু!’
টিনা থমকে দাঁড়িয়ে পাখির
মুখোমুখি হলো,
‘কি?’
পাখিটা বললো ‘বুঝতেই তো পারছেন ।’
এক বাংলাদেশী, এক
ভারতীয় আর একজন পাকিস্তানী ঘুরতে
বের হয়েছে আমাজনে।
কিছুক্ষন পর এরা ধরা পরেছে জংলীদের হাতে।
জংলীরা তিনজনকে
আটকে রাখল। একদিন সকালে জংলী সরদার
এলো। এসে প্রথম
পাকিস্তানীকে ধরে বললো,তুমি কিভাবে মরতে চাও?
পাকিস্তানীটা বললো আমাকে
মিষ্টি ফল দাও, সেটা খেয়ে আমি মরব।
সেই আনুযায়ী সে “পাকিস্তান
জিন্দাবাদ” বলে ফলটা খেয়ে মারা গেল।
জংলীরা তাকে মমি বানিয়ে তারপর নৌকা বানালো।
এসব দেখে দুজনের
আবস্থা খারাপ। এরপর এল ভারতীয়র
কাছে,তাকে ধরে বললো তুমি
কিভাবে মরতে চাও? সেও একই রকম করলো। তাকেও
জংলীরা তাকে মমি
বানিয়ে তারপর নৌকা বানালো।
এবার বাঙ্গালীর পালা। তাকে বললো তুমি কিভাবে মরতে
চাও?
সে চাইলো একটা কাঁটা চামচ। এরপর কাঁটা
চামচটা দিয়ে নিজের শরীরে নানা
জায়গায় আঘাত করতে করতে বললো, “শালার পুত পারলে এবার নৌকা বানা।”
স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছেঃ
স্ত্রীঃ (ধমকের স্বরে) কোথায় তুমি?
স্বামীঃ প্রিয়তমা, তোমার মনে আছে কি সেই জুয়েলারির দোকানটার কথা,
যে দোকানের একটা গয়নার সেট তুমি পছন্দ করেছিলে?
স্ত্রীঃ (গদগদ স্বরে) হ্যাঁ প্রিয়তম,মনে আছে!
স্বামীঃ আমি সেই দোকানের ঠিক পাশের দোকানে বসে চা খাচ্ছি।
বাবা ও মা ঝগড়া করছে, তাদের মধ্যে কাকে তাদের ছেলে বেশি ভালবাসে!!
কিছুক্ষন কথা কাটাকাটির পর ঠিক করল, তারা লুকিয়ে ঢিল মারবে।
এরপর ছেলে যার নাম ধরে চিৎকার করবে তাকেই বেশি ভালবাসে!!
যদি বলে, “ও মাগো” তাহলে মা জিতবে!!
আর যদি বলে, “ও বাবাগো” তাহলে বাবা জিতবে!!
তো তারা লুকিয়ে ঢিল মারল।।
ছেলে “আহহ” করে চিৎকার করে বলল,
..................
“কোন শালায় ঢিল মারে রে!!”
টম আর জেরীর ঝগড়াতে বিরক্ত হয়ে GOD এসে বলল “তোমাদের
তিনটি ইচ্ছে
পূরণ করা হবে”
প্রথমে টম বলল, বনের সব বিড়াল মেয়ে করে দাও।
জেরী বলল,আমাকে একটা হেলমেট দাও।
তারপর টম বলল, দেশের সব বিড়াল মেয়ে করে দাও।
জেরী বলল,আমাকে একটা মোটরসাইকেল দাও।
শেষে আনন্দে উত্তেজিত হয়েটম বলল, পৃথিবীর সব বিড়াল মেয়ে করে দাও।
জেরী মোটরসাইকেলে উঠে চালু বলল “টমকে GAY
করে দাও!!”
স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছেঃ
স্বামীঃ “আজকে রাতে কি রান্না করবে?”
স্ত্রীঃ “তুমি যা বল”
স্বামীঃ “মাছ রান্না কর”
স্ত্রীঃ “কালকেই তো খেলাম”
স্বামীঃ “তাহলে সবজি?”
স্ত্রীঃ “বাচ্চারা পছন্দ করে না”
স্বামীঃ “মাংস রান্না কর”
স্ত্রীঃ “আমার ভাল লাগে না”
স্বামীঃ “তাহলে পরটা বানাও”
স্ত্রীঃ “রাতে পরটা কে খায়?”
স্বামীঃ (রেগে গিয়ে) “তাহলে রান্না তা করবে কি?”
স্ত্রীঃ “তুমি যা বল”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন